Kalyani AIIMS Recruitment: মেডিকেল কলেজে বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে সিনিয়র রেস্টুরেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য এবার দুর্দান্ত সুখবর। এখানে বেশ অনেকগুলি পদই কর্মী নিয়োগ করা হবে। এবং বেশ ভালো মানের বেতন দেওয়া হবে কর্মীদের।
মধ্যে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি বয়স সীমা মাসিক বেতন শিক্ষাগত যোগ্যতা পদের নাম সমস্তটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থার নাম
ESIC মেডিকেল কলেজ এবং হাসপাতাল।
পদের নাম
প্রফেসর ও সিনিয়র রেসিডেন্ট পদে কর্মীদের নিয়োগ করা হবে।
শূন্যপদ
এখানে মোট শূন্যপদ আছে ৪৭ টি। এবং কোন পদে কতজন করে কর্মী নিয়োগ করা হবে তার বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন।
Read More: বাড়ির পাশে রাখুন এই গাছ গুলি! বদলে যাবে আপনার ভাগ্য।
মাসিক বেতন (Kalyani AIIMS Recruitment)
| Professor | 2,22,543/- ₹ |
| Associate Professo | 1,47,986/- ₹ |
| Assistant Professor | 1,27,141/- ₹ |
| Senior Resident | 1,27,141/- ₹ |
শিক্ষাগত যোগ্যতা
● প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদগুলিতে প্রার্থীদের MD/MS/DNB যোগ্যতা থাকতে হবে। এবং যেকোনো বিষয়ের উপর MSc ও PhD ডিগ্রী থাকতে হবে।
এর পাশাপাশি অবশ্যই প্রার্থীদের এক বছরের পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হবে।
● সিনিয়র রেসিডেন্ট পদে আবেদনের জন্য নির্দিষ্ট বিষয়ে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে যে কোন পদের জন্য কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এবং আগামী মে মাস থেকে ইন্টার নেয়া হবে এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সমস্ত তারিখ জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন।
Important Link Kalyani AIIMS Recruitment
| Official Notice | Download PDF |









