Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

IRCON Job Vacancy: IRCON-এর ১৫টি এক্সিকিউটিভ/সিভিল পদে কর্মী নিয়োগ! এখানে আপনারা বেতন পেতে পারেন ১ লক্ষ টাকা।

By rahul Roy

Published On:

Follow Us
IRCON Job Vacancy

IRCON Job Vacancy: চাকরিপ্রার্থীদের জন্য আবারও সুসংবাদ একটি নতুন পদে চাকরির প্রার্থীদের নিয়োগ করা হবে। তো যেসব চাকরি প্রার্থীরা একটি চাকরির জন্য অপেক্ষা করছিলেন তারা এখানে আবেদন জানাতে পারেন। ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড ১৫টি এক্সিকিউটিভ/সিভিল পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এখানে চাকরি প্রার্থীরা এক লক্ষ টাকার কাছাকাছি মাসিক বেতন পেতে পারেন। তার সঙ্গে অবশ্য আপনার সরকারের সকল সমস্ত সুযোগ সুবিধা পাবেন এখানে। তাই দেরি না করে সেগুলো তার সঙ্গে আবেদন জানান এখানে কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত বিষয়ে জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরবেন।

নিয়োগ কারী সংস্থার নাম

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড।

পদের নাম

নির্বাহী/সিভিল।

শূন্য পদের সংখ্যা

এখানে মোট ১৫ টি শূন্য পদ আছে।

Read More:  সিনিয়র এক্সিকিউটিভ/কোম্পানি সেক্রেটারি পদে NCRTC কর্মী নিয়োগ! মাসিক বেতন পাবেন ১ লক্ষ টাকার কাছাকাছি।

বয়স সীমা

এখানে (IRCON Job Vacancy) চাকরিপ্রার্থী দের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৩ বছর পর্যন্ত।

মাসিক বেতন (IRCON Job Vacancy)

এখানে চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে মাসিক বেতন পাবেন ৩০,০০০/- টাকা থেকে ১,২০,০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা

এখানে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে গেলে AICTE অনুমোদিত স্বনামধন্য ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণকালীন স্নাতক ডিগ্রি অথবা সমমানের গ্রেড থাকতে হবে তবেই তারা এখানে আবেদন জানাতে পারবে।

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরিপ্রার্থীদের আবেদনের পর একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেখানে উত্তীর্ণ হলেই তারা একটি ইন্টারভিউ দিতে পারবে এবং যারা এই ইন্টারভিউ তে উত্তীর্ণ হবে তাদের জন্য একটি তালিকা প্রকাশ করা হবে এবং সঠিক প্রার্থীদের বেঁচে নেওয়া হবে।

ফি/চার্জ

ইউআর/ওবিসি প্রার্থী১,০০০/- টাকা
এসসি/এসটি/ইডব্লিউএস/প্রাক্তন সৈনিক প্রার্থীকোন টাকা।
প্রদানের ধরণডিমান্ড ড্রাফ্ট।

How To Apply For IRCON Job Vacancy

এখানে চাকরি প্রার্থীদের সম্পুর্ণ অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবে। তার জন্য আপনারা নিচে দেওয়া লিংক থেকে আবেদন জানাতে পারবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা প্রয়োজনীয় নথিপত্র সহ তাদের আবেদনপত্র পাঠান। ঠিকানা: যুগ্ম মহাব্যবস্থাপক/এইচআরএম, আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, সি-৪, জেলা কেন্দ্র, সাকেত, নয়াদিল্লি-১১০০১৭

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official noticeDownload PDF
Application LinkApply Now

Related Posts

Leave a Comment