CNCI Recruitment 2025: এবার চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এর কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের জন্য আবারো দুর্দান্ত সুখবর। চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ২টি স্টিপেন্ডিয়ারি ইন্টার্ন পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। এখানে দুটি ভেকেন্সি আছে তাই যেসব প্রার্থীরা আবেদন জানাতে চান তারা শীঘ্রোতার সঙ্গে আবেদন জানান।
এখানে কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, কিভাবে নিয়োগ করা হবে বা কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত হতে পারে, কোন শিক্ষাগত যোগ্যতা এখানে কর্মীদের নিয়োগ করা হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
নিয়োগ কারি সংস্থার নাম
চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট।
পদের নাম
স্টিপেন্ডিয়ারি ইন্টার্ন। পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা
এখানে মাত্র ২ তো শূন্য পদ আছে।
কর্মস্থল
কলকাতা (পশ্চিমবঙ্গ)।
মাসিক বেতন
এখানে চাকরি প্রার্থীদের প্রতি মাসে মাসিক বেতন দেওয়া হবে ২০,০০০/- টাকা করে।
Read More: রিসার্চ অ্যাসোসিয়েট পদে ২টি পদে CCRH নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে! মাসিক বেতন ৫৮ হাজার টাকা।
বয়স সীমা (CNCI Recruitment 2025)
এখানে চাকরিপ্রার্থীদের জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা দেওয়া হয় নি। তবে নিচে আপনাদের জন্য অফিসিয়াল নোটিশ এর লিংক দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা
এখানে (CNCI Recruitment 2025) চাকরিপ্রার্থীদের ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফার্ম. ডি ডিগ্রি অর্জন করা থাকলে আবেদন জানতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
এখানে নিয়োগ করা হবে প্রথমত ইন্টারভিউ এবং তারপর মেধার উপর ভিত্তি করে একটি তালিকা তৈরী করা হবে তারপর সঠিক প্রার্থীকে নির্বাচন করা হবে।
ফি/চার্জ
| ইউআর, ইডব্লিউএস/ওবিসি প্রার্থী | ১,০০০/- টাকা। |
| এসসি/এসটি/পিডব্লিউডি/মহিলা প্রার্থী | বিনামূল্য। |
| প্রদানের পদ্ধতি | অনলাইন |
How To Apply For CNCI Recruitment 2025
এখানে প্রার্থীদের অবশ্যই অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট সকল কাগজপত্র সহ ঠিকানা: academiccell.cncihosp@gmail.com ১২ জুন ২০২৫ তারিখে বা তার আগে আবেদন করতে হবে।









