BDL Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য এবার দুর্দান্ত সুখবর। যারা একটি ভালো চাকরির জন্য অপেক্ষা করছেন তারা এবার এই পদে আবেদন জানাতে পারবেন। ভারত ডায়নামিক্স লিমিটেড ৫টি সিনিয়র ম্যানেজার, ম্যানেজার পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। এখানে আপনারা কিভাবে আবেদন জানাবেন।
নিয়োগ পদ্ধতি কেমন হবে। মাসিক বেতন কত। বয়স সীমা সর্বচ্চ কত প্রয়োজন। কোন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন জানাতে পারবেন। পদের নাম কি এই সমস্ত বিষয়ে বিস্তারিত আরো ভালো করে জানতে আজকের প্রতিবেদন টি সম্পূর্ন পড়তে ভুলবেন না।
নিয়োগ কারী সংস্থার নাম
ভারত ডায়নামিক্স লিমিটেড।
পদের নাম
১) সিনিয়র ম্যানেজার। ২)ম্যানেজার।
শূন্য পদের সংখ্যা
এখানে (BDL Recruitment 2025) মোট ৫ টি শূন্য পদ আছে।
1) সিনিয়র ম্যানেজার (মার্কেটিং এবং বিডি)
শূন্য পদ
৪টি পদ।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন জানাতে চাকরি প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং/প্রযুক্তিতে প্রথম শ্রেণীর ডিগ্রি (যান্ত্রিক/বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স ও যোগাযোগ / ইলেকট্রনিক্স ও যন্ত্রানুষঙ্গ / শিল্প ইলেকট্রনিক্স / উৎপাদন) থাকলে আবেদন জানতে পারবেন।
মাসিক বেতন
এখানে নিযুক্ত চাকরি প্রার্থীর প্রতি মাসে মাসিক বেতন পাবেন ৭০,০০০/- টাকা থেকে ২,০০,০০০/- টাকা।
বয়স সীমা (BDL Recruitment 2025)
এখানে চাকরি প্রার্থীরা সর্বচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন। এর উর্ধে কোনো প্রার্থী আবেদন জানাতে পারবেন না।
2) ম্যানেজার (মার্কেটিং এবং বিডি)
শূন্য পদ
এখানে মোট শূন্য পদের সংখ্যা ১টি।
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং / প্রযুক্তি (যান্ত্রিক / বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স ও যোগাযোগ / ইলেকট্রনিক্স ও যন্ত্রানুষঙ্গ / শিল্প ইলেকট্রনিক্স / উৎপাদন) বিষয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি থাকলে প্রার্থীরা আবেদন জানাতে পারবে।
মাসিক বেতন
এই পদের জন্য প্রতি মাসে চাকরি প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৬০,০০০/- টাকা থেকে ১,৮০,০০০/- টাকা।
বয়সসীমা
এখানে চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এর উর্ধ্বে কোন প্রার্থীগানা আবেদন জানাতে পারবে না।
নিয়োগ পদ্ধতি
এখানে নির্দিষ্টভাবে কোন নিয়োগ পদ্ধতির কথা জানানো হয়নি তবে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি পরে নিতে পারেন।
How To Apply For BDL Recruitment 2025
চাকরিপ্রার্থীদের এইখানে সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে সেই জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা আবেদন জানাতে পারবেন তা ছাড়াও আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের তাদের আবেদনপত্র নির্ধারিত ফরম্যাটে এবং সমস্ত আপেক্ষিক নথিপত্র সহ জমা দিতে হবে।
ঠিকানা: এসএম, সি-এইচআর (টিএ এবং সিপি), কর্পোরেট অফিস, ভারত ডায়নামিক্স লিমিটেড, গাছিবাউলি, হায়দ্রাবাদ-৫০০ ০৩২। তেলঙ্গানা ১৬ জুন ২০২৫ তারিখে বা তার আগে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Notification | Download PDF |









