Indian Army Officer Recruitment: যেসব চাকরি প্রার্থীরা সেনাবাহিতে চাকরি করতে চান তারা এই পদের জন্য আবেদন জানতে পারেন। কিছুদিন আগেই ভারতীয় সেনাবাহিনের সুবেদর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো যারা একটু উচ্চ পদস্ত পদে আবেদন জানাবেন তারা অবশ্যই এই পদে আবেদ করুন।
তাই আপনারা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি। নিয়োগ কোন পদ্ধতিতে হবে। মাসিক বেতন কত হবে। বয়স সীমা সর্বচ্চ কত প্রয়োজন। কোন শিক্ষাগত যোগ্যতাটেভাপনারা এখানে আবেদন জানাতে পারবেন। ইত্যাদি এই সমস্ত বিষয় গুলো জানতে আজকের প্রতি বেদনটি সম্পূর্ন পড়ুন।
নিয়োগ কারী সংস্থা
Indian army
পদের নাম
Army officer
শূন্য পদের সংখ্যা
এখানে (Indian Army Officer Recruitment) মোট শূন্য পদ আছে ৪৫৩ টি।
মাসিক বেতন
এখানে চাকরি প্রার্থীরা কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার পর তাদের মাসিক বেতন দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের দশম বেতন ক্রম অনুসারে।
বয়স সীমা (Indian Army Officer Recruitment)
এখানে আবেদন জানানোর জন্য বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর থেকে ২৪ বছরের মধ্যে ভারতীয় মিলিটারি একাডেমি (IMA/OTA) বা নেভাল একাডেমি (INA) -তে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই ০৩/০৭/২০০২ তারিখের মধ্যে জন্মগ্রহণ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে তাছাড়াও চাকরি প্রার্থীরা IMA,OTA বা INA -র জন্য আবেদন জানাতে পারবেন। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী ও নৌ সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য শুধুমাত্র গ্রাজুয়েশন এর ডিগ্রি প্রয়োজন হবে।
নিয়োগ পদ্ধতি
চাকরিপ্রার্থীদের সর্বপ্রথম একটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে হবে এবং চাকরিপ্রার্থীদের MCQ OMR বেসড লিখিত পরীক্ষা হবে। তারপর এখানে উত্তীর্ণ হওয়ার পর SSB ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
How To Apply For Indian Army Officer Recruitment
ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরি প্রার্থীরা ১৭/০৬/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন। https://upsconline.nic.in. এই লিংকের মাধ্যমে আপনারা আবেদন জানাতে পারবেন
ফি/ চার্জ
সাধারণ/OBC/EWS- ২০০/- টাকা।
SC/ST/মহিলা- বিনামূল্য।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Official Notification | Download PDF |









