Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

AAICLAS Recruitment 2025: সিকিউরিটি স্ক্রিনার পদের জন্য AAICLAS কর্মী নিয়োগ করা হবে! গ্রাজুয়েশনে পাসে আবেদন জানাতে পারবেন।

By rahul Roy

Published On:

Follow Us
AAICLAS Recruitment 2025`

AAICLAS Recruitment 2025: অপেক্ষারত চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। AAI কার্গো লজিস্টিকস অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস সিকিউরিটি স্ক্রিনার পদের জন্য নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। এই পদে নিযুক্ত হলে যথেষ্ট ভালো মানের মাসিক বেতন পাবেন। তবে এখানে ভ্যাকান্সি অনেক কম হয় ইচ্ছুক প্রার্থীদের শিক্ষতার সঙ্গে আবেদন জানাতে হবে।

তবে আপনারা এখানে গ্রাজুয়েশন পাশে আবেদন জানাতে পারবেন। এবং অনেক সুব্যবস্থা এখানে আপনারা পাবেন। তাই দেরি করবেন না কিভাবে আবেদন জানাতে হয় অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম সমস্ত টা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

নিয়োগ কারী সংস্থার নাম

AAI কার্গো লজিস্টিকস এবং অ্যালাইড সার্ভিসেস

পদের নাম

নিরাপত্তা স্ক্রীনার বা security scanner

শূন্য পদের সংখ্যা

এখানে নির্দিষ্ট কোন শূন্য পদের কথা জানানো হয়নি তবে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন।

Read More: ভারতীয় সেনাবাহিনীতে হাবিলদার এবং নায়েব সুবেদার পদে নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।

মাসিক বেতন

এখানে চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে মাসিক বেতন পাবে ৩০,০০০/- টাকা থেকে ৩৪,০০০/- টাকা পর্যন্ত।

বয়স সীমা (AAICLAS Recruitment 2025)

এখানে চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ৪০ বছর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশে আবেদন জানাতে পারবে।

বয়স ছাড়

এসসি, এসটি, প্রাক্তন সৈনিক প্রার্থী৫ বছর।
ওবিসি প্রার্থী ৩ বছর।

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র একটি walk in interv এর মাধ্যমে নিযুক্ত করা হবে।

How To Apply For AAICLAS Recruitment 2025

চাকরি থেকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের সময় নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে এবং তার সাথে সমস্ত আত্মীয়-স্বাস্থ্যের কাগজপত্র জমা দিতে হবে। কর্পোরেট সদর দপ্তর, নয়াদিল্লি।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NotificationDownload PDF
Walk in interview notification dateClick Hear

Related Posts

Leave a Comment