FACT Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য আবার একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। যেসব চাকরি প্রার্থীরা ইচ্ছুক এখানে আবেদনের জন্য তারা এখানে আবেদন জানাতে পারবেন।ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস ট্রাভাঙ্কোর লিমিটেড বার্জ মাস্টার পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে।
এখানে আবেদন জানালে আপনারা প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা বেদন পাবেন। তাই ইচ্ছুক প্রার্থীরা দেরি না করে কিভাবে আবেদন জানবেন। কোন পদ্ধতি কর্মীদের নিয়োগ করা হবে। মাসিক বেতন কত হবে। কতগুলি শূন্য পদ আছে। কোন বয়েসে প্রার্থীদের নিয়োগ করা হবে। এই সমস্ত কিছু জানতে আজকের প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়বেন।
নিয়োগ কারো সংস্থার নাম
সার ও রাসায়নিক ত্রাভাঙ্কোর লিমিটেড।
পদের নাম
বার্জ মাস্টার।
শূন্য পদের সংখ্যা
এখানে কত গুলো শূন্য পদ আছে সেই বিষয়ে জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তর লিংক টি ভালো করে পরে নেবেন।
মাসিক বেতন
এখানে চাকরি প্রার্থীরা কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে প্রায় ৩১,০০০/- টাকা করে বেতন পাবেন।
বয়স সীমা (FACT Recruitment 2025)
এখানে চাকরি প্রার্থীদের বয়স নির্ধারণ করা হয়েছে ২২ বছর থেকে ৬২ বছর পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন জানাতে গেলে চাকরিপ্রার্থীদের অবশ্যই কেরালা অভ্যন্তরীণ জাহাজ বিধিমালার অধীনে ন্যূনতম বৈধ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স সার্টিফিকেট থাকতে হবে তবেই তারা আবেদন জানাতে পারবে।
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরি প্রার্থীদের মেধার উপর নির্ভর করে নিযুক্ত করা হবে।
How To Apply For FACT Recruitment 2025
চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানা যাবে তার জন্য আপনারা নিচে লিংক পেয়ে যাবেন।
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তি সহ) যথাযথভাবে পূরণ করে সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত কপি সহ। ঠিকানা: ডিজিএম (এইচআর), এইচআর বিভাগ, ফেডো বিল্ডিং, উদ্যোগমণ্ডল, কোচি – ৬৮৩৫০১ ১৬ জুন ২০২৫ তারিখে বা তার আগে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Notification Link | Download Now |
| Apply Link | Apply Now |









