TISS Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য অনেক বড়ো সুখবর। এবার টাটা কোম্পানিতে কাজের সুযোগ। টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস ২২টি গবেষণা কর্মকর্তা, গবেষণা সহকারী পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। যেসব চাকরি প্রার্থীরা ইচ্ছুক এখানে আবেদন জানানোর জন্য তারা এখানে আবেদন জানাতে পারবেন।
কিন্তু এখানে আবেদন জানাতে চাইলে ডিগ্রির প্রয়োজন হবে চাকরি প্রার্থীদের। তাছাড়া আপনারা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, কোন পদ্ধতিতে এই পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। মাসিক বেতন কত হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন টি সম্পুর্ণ পড়ুন।
নিয়োগ কারী সংস্থার নাম
টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস।
পদের নাম
চাকরি প্রার্থীদের এখানে ২ টি পদের জন্য নিয়োগ করা হবে।
১) গবেষণা কর্মকর্তা।
২) গবেষণা সহকারী।
শূন্য পদ (TISS Recruitment 2025)
এখানে মোট ২২ টি শূন্য পদ আছে।
১) গবেষণা কর্মকর্তা
| শূন্য পদ | ১০টি পদ। |
| শিক্ষাগত যোগ্যতা | এখানে আবেদন জানাতে চাকরি প্রার্থীদের সমাজকর্ম/সমাজ বিজ্ঞানে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি এবং গবেষণার অভিজ্ঞতা। এম.ফিল/পিএইচডি অথবা পিএইচডির উন্নত পর্যায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এই সমস্ত যোগ্যতা থাকলে প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। |
| মাসিক বেতনের বিবরণ | প্রতি মাসে ৪০০০০/- টাকা করে বেতন পাবে সকল নিযুক্ত কর্মীরা। |
| বয়সসীমা | নিয়ম অনুযায়ী। তাছাড়া বিস্তারিত জানতে সম্পুর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি টি মনোযোগ সহকারে পড়ুন। |
২) গবেষণা সহকারী
| শূন্য পদ | ১২টি পদ। |
| শিক্ষাগত যোগ্যতা | এখানে আবেদন জানাতে চাকরি প্রার্থীদের সমাজকর্ম/সমাজ বিজ্ঞানে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। স্বাধীনভাবে কাজ করতে পারেন এমন স্ব-প্রণোদিত ব্যক্তিদের খুঁজছি। ইংরেজিতে কথা বলা এবং লেখার উপর ভালো দক্ষতা থাকলে এখানে আবেদন জানাতে পারবে। |
| মাসিক বেতন | প্রতি মাসে ৩০০০০/- টাকা করে মাসিক বেতন পাবে নিযুক্ত কর্মীরা। |
| বয়সসীমা | নিয়ম অনুযায়ী। |
নিয়োগ পদ্ধতি
চাকরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র একটি ইন্টারভিউ (TISS Recruitment 2025) এর মাধ্যমে সঠিক পদের জন্য নির্বাচন করা হবে।
How To Apply For TISS Recruitment 2025
অবশ্যই এখন অনলাইনের মাধ্যমে আবেদন জানতে হবে তার জন্য আপনার নিচে লিঙ্ক পেয়ে যাবেন।
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের নিম্নলিখিত নথি জমা দিতে হবে। ঠিকানা: sswonline@tiss.edu
আবেদনের শেষ তারিখ
১০/০৬/২০২৫
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Official Notice | Download PDF |









