Ministry Of Defence Job Vacancy: চাকরিপ্রার্থীদের জন্য আবারও দুর্দান্ত সুখবর। আবারো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ৮টি বিচার বিভাগীয় সদস্য পদের জন্য নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেসব চাকরি-প্রার্থী এখানে আবেদন জানাবেন তারা প্রতি যেসব চাকরি-ক্বার্থে এখানে আবেদন জানাবেন তারা প্রতি মাসে বেশ ভালো মানের বেতন পাবেন।
তবে এখানে ভ্যাকান্সি কম থাকায় আপনাদের শীঘ্রোতার সঙ্গে আবেদন জানাতে হবে। এখানে আবেদন জানাতে কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ,পদের নাম সমস্তটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগ কারী সংস্থার নাম
প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পদের নাম
বিচার বিভাগীয় সদস্যরা।
শূন্য পদের সংখ্যা (Ministry Of Defence Job Vacancy)
এখানে (Ministry Of Defence Job Vacancy) মাত্র আটটি শূন্য পদ আছে।
Read More: বার্জ মাস্টার পদের জন্য FACT নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে! মাসিক বেতন পাবে ৩১ হাজার টাকা।
মাসিক বেতন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা
এই সমস্ত তথ্য “বিষয়ক এই সমস্ত বিচারক তথ্য গুলি জানতে আপনাকে অফিশিয়াল বিজ্ঞপ্তি টি পড়ে নিতে হবে। তাছাড়াও আপনার আবেদনের পরে সমস্তটা আপনাকে জানিয়ে এবং বুঝিয়ে দেওয়া হবে।
তাছারাও যদি আপনি এর যে নিয়োগ কারী সংস্থা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলেও সমস্থ তথ্য আপনি জানতে পারবেন তবে এটি বৈধ উপায় নয় কোন সমস্যা হলে তবে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন।
How To Apply For Ministry Of Defence Job Vacancy
এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এবং তার সমস্ত ডিটেলস দেওয়া আছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তাহলে আপনারা ভালো করে পড়ে নিতে পারেন।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে এবং তাদের সকল আপেক্ষিক নথিপত্র জমা দিতে হবে। ঠিকানা: আন্ডার সেক্রেটারি (এএফটি সেল), রুম নং 308-এ, বি-উইং, সেনা ভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, নয়াদিল্লি-110011
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Official Notification | Download PDF |
| Apply Link | Apply Now |















