UP Metro Rail Recruitment: চাকরি প্রার্থীদের জন্য একের পর এক দুর্দান্ত সুখবর। লিমিটেড ২টি সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। এখানে যেসব চাকরি প্রার্থীরা আবেদন জানাবেন তারা বেশ ভালো মানের বেতন পাবেন। তাছাড়াও এখানে শূন্য পদ কম হওয়াই ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রতার সঙ্গে আবেদন জানাতে হবে।
তাই প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি। কোন পদ্ধতিতে প্রার্থীদের নিয়োগ করা। মাসিক বেতন কত হতে পারে। কত বয়স সীমা তে চাকরি প্রার্থীদের সঠিক পদের জন্য নিয়োগ করা হবে।
নিয়োগ কারী সংস্থার নাম
উত্তর প্রদেশ মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড।
পদের নাম
সিনিয়র সিস্টেম বিশ্লেষক।
শূন্য পদের সংখ্যা
এখানে মাত্র ২ টি শূন্য পদ আছে।
কর্মস্থল
উত্তর প্রদেশ- ভারত
মাসিক বেতন
এখানে চাকরিপ্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে মাসিক বেতন পাবেন ৪৪,০০০/- থেকে ৮৯,৬০০/- টাকা।
Read More: ব্যাংক অফ বরোদাতে ১টি প্রহরী/মালী পদে কর্মী নিয়োগ। মাসিক বেতন পাবেন ১২ হাজার টাকা।
বয়স সীমা (UP Metro Rail Recruitment)
এখানে চাকরির প্রার্থীরা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন জানাতে পারবে। ৪০ বছরের উর্ধ্বে কোন প্রার্থী এখানা আবেদন জানাতে পারবে না। সমস্ত চাকরিপ্রার্থীর এখানে বয়স গণনা করা হবে ১৭/০৭/২০২৫ তারিখ অনুযায়ী।
নিয়োগ কারি সংস্থা
ইচ্ছুক প্রার্থীদের অতি অবশ্যই যে কোন
সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০% নম্বর/ সমমানের সিজিপিএ সহ সিভিল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা বি.টেক/ বি.ই. থাকলে প্রার্থীরা এইখানে আবেদন জানাতে পারবে।
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরি প্রার্থীদের শুধুমাত্র একটি ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত করা হবে।
How To Apply For UP Metro Rail Recruitment
এখানে চাকরিপ্রার্থীদের যথাসম্ভবতো অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আবেদনপত্রের কপি এবং সমস্ত সহায়ক নথিপত্র।
ঠিকানা: জেনারেল ম্যানেজার/এইচআর, উত্তর প্রদেশ মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, প্রশাসনিক ভবন, আম্বেদকর সামাজিক পরিবহন স্থলের কাছে, বিপিন খন্ড, গোমতীনগর, লখনউ-২২৬০১০ এবং ইমেল আইডি: careers.hr@upmrcl.co.in এর মাধ্যমেও পাঠান।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Notice Link | Download PDF |
| Apply Link | Apply Now |









