Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

RITES Limited Recruitment 2025: RITES লিমিটেডে সাইট অ্যাসেসরের ৬টি পদে নিয়োগ! মাসিক বেতন হবে ২৫ হাজার টাকা।

By rahul Roy

Published On:

Follow Us
RITES Limited Recruitment 2025

RITES Limited Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য আবারো দুর্দান্ত সুখবর। আবারো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসব চাকরি প্রার্থীরা রেলের চাকরি করতে ইচ্ছুক তারা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস ৬টি সাইট অ্যাসেসর পদের জন্য নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। এখানে আপনারা প্রায় প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন পাবেন। তাই দেরি করবেন না শীঘ্রতার সঙ্গে আবেদন জানান।

এখানে কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম ইত্যাদি সমস্ত বিষয়ে সম্পূর্ণটা জানতে আজকের প্রতিবেদান টি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগ কারী সংস্থার নাম

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস।

পদের নাম

সাইট মূল্যায়নকারী(Site Assessor)

শূন্য পদের সংখ্যা

এখানে (RITES Limited Recruitment 2025) মোট ৬টি শূন্যপদ আছে।

মাসিক বেতন

নিযুক্ত চাকরি প্রার্থীরা এখানে প্রতি মাসে মাসিক বেতন পাবেন ২৫,১২০/- টাকা।

বয়স সীমা (RITES Limited Recruitment 2025)

এখানে চাকরি প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ৪০ বছর অর্থাৎ ৪০ বছরের উর্ধ্বে কোন প্রার্থী এখানে আবেদন জানাতে পারবে না।

শিক্ষাগত যোগ্যতা

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন জানাতে গেলে অবশ্যই ম্যাট্রিকুলেশন প্লাস আইটিআই ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিশিয়ান পাওয়ার ডিস্ট্রিবিউশন/ ইলেকট্রিশিয়ান মেকানিক্স/ ইন্সট্রুমেন্ট মেকানিক্স/ টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেম/ ইলেকট্রিশিয়ান-এ ট্রেডসম্যানশিপ থাকতে হবে তবেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে।

Read More:  ইউপি মেট্রো রেলে সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের ২টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন আবেদন পদ্ধতি।

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরিপ্রার্থীদের প্রথমত একটি লিখিত পরীক্ষা দিতে হবে সেখানে উত্তীর্ণ হলে তাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ উত্তীর্ণ হলে মেধা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে সঠিক পদের জন্য নিযুক্ত করা হবে ।

ফি/চার্জ

সকল প্রার্থী৩০০/- টাকা।
এসসি/এসটি/পিডব্লিউডিবিনামূল্যে।
প্রদানের পদ্ধতিঅনলাইন।

আবেদন পদ্ধতি (RITES Limited Recruitment 2025)

এখানে অবশ্যই চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাই ইচ্ছুক আবেদনকারীরা ২৬ জুন ২০২৫ থেকে ২৭ জুলাই ২০২৫ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট rites.com এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NoticeDownload PDF
Apply LinkApply Now

Related Posts

Leave a Comment