Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

SSC MTS Recruitment 2025: এবার শুরু হয়েছে সরকারি দপ্তরের স্টাফ বা কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে জানাতে পারবেন আবেদন।

By rahul Roy

Published On:

Follow Us
SSC MTS Recruitment 2025

SSC MTS Recruitment 2025: চাকরি-বাকরি দের জন্য আবারও দুর্দান্ত সুখবর এবার আবার শুরু হলো SSC MTS recruitment 2025 ভাই বিপুল সংখ্যক শূন্য পদে এবার মাল্টি টাকিং স্টার্ট পদে কর্মীদের নিয়োগ করা হবে। এবার মাধ্যমিক পাশেই চাকরি প্রার্থীরা সুযোগ পাবেন কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য।

অর্থাৎ যেসব চাকরি প্রার্থীরা অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য দুর্দান্ত সুখবর। তাই দেরি করবেন না শিক্ষকতার সঙ্গে আবেদন জানান।

এখানে কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, শূন্য পদের সংখ্যা ইত্যাদি এই সমস্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন।

পদের নাম

মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ MTS

শূন্য পদের সংখ্যা

এখানে মোট ১০৭৫ টি শূন্য পদ আছে।

মাসিক বেতন

এখানে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে মাসিক বেতন পাবেন কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের অন্তর্গত পে লেভেল ১ অনুযায়ী। তাছাড়াও এর বিষয়ে আগে বিস্তারিত জানতে আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তিতে পড়ে নিতে পারেন।

বয়স সীমা (SSC MTS Recruitment 2025)

এখানে মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত ২৫ বছরের ঊর্ধ্বে কোন কাজ থেকে না আবেদন জানাতে পারবেন না এবং এখানে চাকরি-প্রারথিদের দের বয়স হতে হবে ০২/০৮/২০০০ থেকে ০১/০৮/২০০৭ তারিখের মধ্যে।

Read More: ইউপি মেট্রো রেলে সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের ২টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন আবেদন পদ্ধতি।

তাছাড়া এখানে হাভালদার পদের জন্য চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর। তবে দের জন্ম হতে হবে ০২/০৮/১৯৯৮ থেকে ০১/০৮/২০০৭ এর মধ্যে। তবেই তারা এই পদের জন্য আবেদন জানাতে পারবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ০১/০৮/২০২৫ তারিখের আগে যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে তবে এই পদে আবেদন জানাতে পারবে তাছাড়াও উচ্চতর তবে এই পদে আবেদন জানাতে পারবে তাছাড়াও উচ্চতরযোগ্য যোগ্যতাতেও প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে।

নিয়োগ পদ্ধতি

উভয় পদের জন্যই চাকরিদের এখানে একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা দিতে হবে। আর হাভালদার পদের জন্য এই লিখিত পরীক্ষার পর শারীরিক একটি পরীক্ষার একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবেই এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবে।

পরীক্ষার পদ্ধতি

General English 25 25

General Intelligence & Reasoning 25 25

Numerical Aptitude 25 25

General Awareness 25. 25

Total 100 100

Duration 90 Minutes

Exam Pattern MCQ

তাছাড়া এখানে (SSC MTS Recruitment 2025) পরীক্ষা সিলেবাস জানার জন্য আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি পরতে হবে।

How To Apply For SSC MTS Recruitment 2025

অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য নিচে দেওয়া লিংকে গিয়ে আপনারা আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৪/০৭/২৫ https://ssc.gov.in

আবেদন মূল্য

General/OBC/EWS পুরুষ- ১০০ টাকা

এবং

SC/ST/PWD/মহিলা- বিনামূল্যে

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NoticeDownload PDF

Related Posts

Leave a Comment