Kolkata Science City Recruitment: কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম যেটি কিনা কলকাতার সাইন্স সিটি নামে বিখ্যাত সেখানে এবার চাকরির সুযোগ। সে ক্ষেত্রে বেকার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। যেসব অপেক্ষা করেছিলাম তারা এখানে আবেদন জানাতে পারবেন। আর এখানে আবেদন জানলে আপনারা বেশ ভালো মানের বেতন পাবেন।
তাই ইচ্ছুক চাকরি পেতে দেরি না করে শিঘ্রতার সঙ্গে আবেদন জানান কারণ সময় খুবই কম। তাছাড়াও এখানে সমস্ত বিস্তারিত অর্থাৎ আবেদন পদ্ধতির, নিয়োগ পদ্ধতি, পদের নাম, মাসিক বেতন, বয়সসীমা, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত বিষয়ে আরো বিস্তারিত ভালোভাবে জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারি সংস্থা
কলকাতা সাইন্স সিটি
পদের নাম
Assistant Public Relations Executive.
শূন্য পদের সংখ্যা
মাত্র একটি শূন্যপদ আছে
মাসিক বেতন
এখানে চাকরি প্রার্থীরা প্রতি মাসে ৩৫,০০০/- টাকা করে পাবেন তবে এটা যেহেতু চুক্তিভিত্তিক পদ সেক্ষেত্রে চাকরিপ্রার্থীরা যতদিন এখানে কাজ করবেন ততদিন প্রত্যেক মাসে ৩৫ হাজার টাকা করে পাবেন এবং চাকরি থেকে বিতাড়িত হলে আর টাকা পাবেন না।
Read More: এবার ঝারগ্রাম জেলায় প্রশিক্ষক পদে কর্মী নিয়োগ! মাসিক বেতন ১৫ হাজার টাকা।
বয়স সীমা (Kolkata Science City Recruitment)
এখানে চাকরিপ্রার্থীর অন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন জানাতে পারবে অর্থাৎ ৩৫ বছরে ঊর্ধ্বে গিয়ে কোন প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন না।
শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীদের (Kolkata Science City Recruitment) এই পদে আবেদন জন্য অবশ্যই সাংবাদিকতা ও গণ জ্ঞাপন এর বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে পোস্ট ডিপ্লোমা ডিগ্রী থাকলেও চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে।
অগ্রাধিকার
যদি চাকরিপ্রার্থীদের ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াম মার্কেটিং সার্টিফিকেট কোর্স থেকে থাকে তাহলে চাকরি প্রার্থীরা এ বিষয়ে অগ্রাধিকার পেতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
চাকরিপ্রার্থীদের এখানে এক বছরের চুক্তিভিত্তিক কাজে নিয়োগ করা হবে তাছাড়া পরবর্তী সময় প্রয়োজন অনুযায়ী আবার এই চুক্তিটি বাড়াতে পারেন বাড়াতে হতে পারে। তাছারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো ভাবে পরে নেবে।
How To Apply For Kolkata Science City Recruitment
ইচ্ছুক আবেদনকারীদের অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য আপনাদের নিচে এড্রেস দেয়া থাকবে এড্রেস দেয়া থাকবে আপনারা আবেদন পত্রটি পূরণ করে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন এবং এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন।
Controller of Administration, Science City, JBS Haldane Avenue, Kolkata – 700 046 -এই ঠিকানায় ২০/০৭/২০২৫ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Official Notification | Download PDF |









