Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Indian Navy Apprentice Job 2025: ভারতীয় নেভিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে! ৮০৫০ টাকা স্টাইপেন্ড।

By rahul Roy

Published On:

Follow Us
Indian Navy Apprentice Job 2025

Indian Navy Apprentice Job 2025: যেসব চাকরিপ্রার্থীর অপেক্ষারত তারা এখানে আবেদন জানাতে পারবেন। ভারতীয় নৌ সেনাবাহিনীতে এবার অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখনো আবেদন জানাতে পারবেন। তাছাড়া এখানে মাধ্যমিক পাস যোগ্যতাতে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। এখানে বেশ অনেকগুলি শূন্য পদ আছে।

এবং অনেকগুলো পদও আছে। তাই চাকরি প্রার্থীরা দেরি না করে এই পদে আবেদন জানান। এখানে কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, পদের নাম, শূন্য পদের সংখ্যা, মাসিক বেতন বা স্টাইপেন্ড, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত টা জানতে আজকের প্রতি বেদন টি শেষ পর্যন্ত পড়তে ভুলবেন না।

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইন্টেনেন্স – ০৫

ফিটার – ০৫

ইলেকট্রিশিয়ান – ১০

মেকানিক-ডিজেল – ০৬

মেসিনিস্ট – ০২

PASA – ০৩

ওয়েল্ডার-গ্যাস এন্ড ইলেকট্রিক – ০৭

মেকানিক-রেফ্রিজারেটর এন্ড এসি – ০২

সিপরাইট – ০৫
এবং
পাইপ ফিটার – ০২

শূন্য পদ

এখানে (Indian Navy Apprentice Job 2025) মোট শূন্য পদের সংখ্যা ৫০ টি

স্টাইপেন্ড

যেসব চাকরি প্রার্থীদের ১ বছরের iti করা আছে তারা পাব তারা মাসিক ৭৭০০/- টাকা এবং যাদের দুবছরের iti করা আছে তারা মাসিক ৮০৫০/- টাকা স্টাইপেন্ড পাবেন।

Read More: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাস যোগ্যতা।

বয়স সীমা (Indian Navy Apprentice Job 2025)

এখানে চাকরি প্রার্থীদের বয়স অন্যতম ১৮ বছর থেকে আবেদন জানাতে পারব।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি, ন্যাশনাল কাউন্সিল ফর ভোলাকোনাল ট্রেনিং অথবা স্টেট কাউন্সিল ফর ভোলাকোনাল ট্রেনিং এবং iti পাস করতে হবে। আবেদনকারকে অবশ্যই একটি ভারতীয় নাগরিক হতে হবে এবং শারারিক ভাবে সুস্থ হতে হবে।

নিয়োগ পদ্ধতি

প্রথমত চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাল যোগ্যতা নম্বর এবং আইডিন্ট নম্বর দেখে ইন্টারভিউ এর জন্য সিলেক্ট করা হবে এবং পরবর্তীতে ইন্টারভিউ ও মেডিকেল এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঠিক পদে নিযুক্ত করা হবে।

How To Apply For Indian Navy Apprentice Job 2025

ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে সেই জন্য নিচে থাকা লিংক থেকে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে থাকা আবেদন পদ্ধতি লিংকে গিয়ে আবেদন জানাতে পারবেন। এবং তাছাড়াও ২১ শে অক্টোবর থেকে প্রশিক্ষণ টি চালু করা হবে তাই যথারীতি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদন করে ফেলবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official Notification

Related Posts

Leave a Comment