BSF Constable Recruitment 2025: রাজ্য এর চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। যেসব চাকরি প্রার্থীরা চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের এবার অপেক্ষার অবসান ঘটিয়ে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তাছাড়াও যেসব চাকরি তাছাড়াও যেসব চাকরিপ্রার্থীরা পুলিশ বা BSF চাকরির জন্য অপেক্ষা করছিলেন তারা এখানে অবশ্যই আবেদন।
এখানে BSF কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা দেরী করবেন না শীঘ্র তার সঙ্গে আবেদন জানান। এখানে কিভাবে আবেদন জানাবেন অথবা আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়স সীমার, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, শূন্য পদের সংখ্যা সমস্ত তা জানতে আজকের প্রতিবেদন বিশেষ পর্যন্ত
নিয়োগ কারী সংস্থা
Border Security Force অর্থাৎ BSF
পদের নাম
কনস্টেবল (ট্রেডসম্যান)
শূন্যপদের সংখ্যা
এখানে (BSF Constable Recruitment 2025) প্রায় ৩৫৮৮ টি শূন্য পদ আছে।
মাসিক বেতন
এখানে চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে মাসিক বেতন পাবেন ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত।
Read More: কেন্দ্রীয় সরকারের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ! জেনে নিন আবেদন পদ্ধতি।
বয়স সীমা (BSF Constable Recruitment 2025)
এই কনস্টেবল পথের জন্য ন্যূনতম বয়স নির্ধারিত করা হয়েছে ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়স পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা
এখানে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে গেলে অবশ্যই যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা এবং ট্রেড আইটিয়া পাস সার্টিফিকেট প্রয়োজন।
শারীরিক যোগ্যতা
| পুরুষ দের জন্য | উচ্চতা ১৬৫ সেমি এবং বুক ৭৫ থেকে ৮০ সেমি থাকতে হবে। |
| মহিলা দের জন্য | উচ্চতা ১৫৫ সেমি। তাছাড়াও মহিলাদের বুক প্রযোজ্য নয়। |
নিয়োগ পদ্ধতি
চাকরিপ্রার্থীদের সর্বপ্রথম PST তারপর, PET, লিখিত পরীক্ষা, ডকুমেন্টেশন, ট্রেড পরীক্ষা এবং সর্বশেষ মেডিকেল পরীক্ষা নেওয়া হবে।
How To Apply For BSF Constable Recruitment 2025
এখানে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা আবেদনের জন্য লিংক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তবে অবশ্যই ২৫ ই আগস্ট এর মধ্যে সমস্ত চাকরি প্রার্থীদের আবেদন জানানো সম্পন্ন করতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদনমূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে sc , st এবং মহিলাদের জন্য আবেদন মূল্য সম্পুর্ণ বিনামূল্যে।









