Indian Air Force Recruitment 2025: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। যেসব চাকরি প্রার্থীরা অপেক্ষারত একটি চাকরির অপেক্ষায় তারা এই পদের জন্য আবেদন জানাতে পারেন। ভারতীয় বায়ুসেনা তে অগ্নিভির বায়ু পদে চাকরি প্রার্থিদের নিয়োগ করা হবে। তাই ইচ্ছুক প্রার্থীরা এই পদের বিষয়ে সমস্ত টা জানতে অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয়ে জানতে আজকের প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা
(Indian Air Force)।
শূন্য পদের সংখ্যা
এখানে (Indian Air Force Recruitment 2025) মোট ২৫০০ শূন্য পদ আছে।
বয়স সীমা
এখানে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে পেলেন ন্যূনতম বয়স সীমা ়ে সাতশ বছর থেকে ২১ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবে। অর্থাৎ ২১ অর্থাৎ ২১ বছরের উর্ধ্বে কোন প্রার্থীর পথের জন্য আবেদন জানাতে পারবে না। তাছাড়া চাকরি-প্রার্থীদের বয়স অবশ্যই ২ জুলাই, ২০০৫ থেকে ২ জানুয়ারি, ২০০৯ -এর মধ্য হতে হবে।
Read More: BSF কনস্টেবল নিয়োগ! প্রতি মাসে মাসিক বেতন ৬৯ হাজার টাকা।
মাসিক বেতন (Indian Air Force Recruitment 2025)
মহিলা চাকরিপ্রার্থীদের প্রতি চার বছর অন্তর মাসিক বেতন বৃদ্ধি পাবে।
১ম বছর: প্রতি মাসে ৩০,০০০/- টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২১,০০০/- টাকা) পাবেন চাকরি প্রার্থীরা।
২য় বছর: প্রতি মাসে ৩৩,০০০/- টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২৩,১০০/- টাকা) দেওয়া হবে চাকরি প্রার্থীদের।
৩য় বছর: প্রতি মাসে ৩৬,৫০০/- টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২৫,৫৫০/- টাকা) দেওয়া হবে।
৪র্থ বছর: প্রতি মাসে ৪০,০০০/- টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২৮,০০০/- টাকা)।
শারীরিক যোগ্যতা- (Indian Air Force Recruitment 2025)
| পুরুষ প্রার্থীদের জন্য | উচ্চতা (১৫২.৫ সেমি) প্রয়োজন, বুক (৭৭ সেমি প্রয়োজন, ৫ সেমি প্রসারণ), দৌড় (৭ মিনিটে ১.৬ কিমি), পুশ-আপ (১ মিনিটে ১০ টি), সিট-আপ (১ মিনিটে ১০ টি), স্কোয়াট (১ মিনিটে ২০)। সরকারি বিজ্ঞপ্তি টি এই সমস্ত টা জানান হয়েছে। |
| মহিলা প্রার্থীদের জন্য | উচ্চতা (১৫২ সেমি) প্রয়োজন, দৌড় (৮ মিনিটে ১.৬ কিমি)প্রয়োজন, সিট-আপ (১.৫ মিনিটে ১৫ টি), স্কোয়াট (১ মিনিটে ১৫ টি)। যোগ্যতা থাকলে আবেদন জানান। আপনাদের সুবিধার্থে সমস্ত টা জানানো হচ্ছে। |
‘সেবা নিধি’ প্যাকেজ
এই চার বছরের প্যাকেজ শেষ হলে সমস্ত প্রার্থীরা এই প্যাকেজ টিও পাবেন। এর সুবিধা হলো
অগ্নিবীরদের মোট টাকা: প্রায় ৫.০২ লাখ টাকা।
ভারত সরকারের অবদান: প্রায় ৫.০২ লাখ টাকা।
মোট প্যাকেজ: প্রায় ১০.০৪ লাখ টাকা (সুদ বাদে)।
এই ‘সেবা নিধি’ প্যাকেজটি সম্পূর্ণ আয়কর মুক্ত।
এই সমস্ত সুবিধা আপনারা পাবেন এই প্যাকেজে।
নিয়োগ পদ্ধতি
এখানে সমস্ত চাকরিপ্রার্থীদের ধাপে ধাপে পরীক্ষা দিয়ে নিযুক্ত হতে হবে।
এখানে চাকরি প্রার্থীদের সর্বপ্রথম একটি কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে তারপর শারীরিক সুস্থতা পরীক্ষা (PFT),
ডকুমেন্ট ভেরিফিকেশন এবং
মেডিকেল টেস্ট ই মাধ্যমে নিয়োগ করা হবে।
How To Apply For Indian Air Force Recruitment 2025
এখানে অবশ্যই চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য সকল চাকরি প্রার্থীরা নিচে লিংক পওয়ে যাবেন।









