Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

BEL Job Recruitment 2025: BEL-তে ২৮টি প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ! মাসিক বেতন পেতে পারেন ৫৫ হাজার টাকা।

By rahul Roy

Published On:

Follow Us
BEL Job Recruitment 2025

BEL Job Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য এবার দারুণ সুখবর। এখানে প্রায় ২৮টি শূন্য পদে কর্মীদের নিয়োগ করাা হচ্ছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ২৮টি প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। এবং তাছাড়াও এখানে বেশ ভালো মানের বেতন দেওয়া হচ্ছে প্রার্থীদের।

তাই দেরি করবেন না শীঘ্র তার সঙ্গে আবেদন জানান। এই পদে আবেদন জানাতে গেলে চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি মাসিক বেতন কত হবে বয়স নিয়োগ পদ্ধতি মাসিক বেতন কত হবে, বয়স সীমা সর্বোচ্চ কত প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা কেমন হলে প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে।

পদের নাম ইত্যাদি সমস্ত বিষয়গুলি আরো ভালোভাবে বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে। এবং এই প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিশ যেটি আপনারা পড়ে নিতে পারেন। এবং এপ্লিকেশন লিংক দ্বারা আপনার এখানে আবেদন জানাতে পারবেন।

নিয়োগ কারী সংস্থার নাম

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড।

পদের নাম

প্রকল্প প্রকৌশলী বা (Project Engineer)

শূন্য পদের সংখ্যা

এখানে মোট ২৮ টি শূন্য পদ আছে।

বয়স সীমা (BEL Job Recruitment 2025)

এখানে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবে।

মাসিক বেতন

চাকরি প্রার্থীরা এখানে কর্মী হিসাবে নিযুক্ত হলে প্রতি মাসে মাসিক বেতন পাবে ৪০,০০০/- টাকা থেকে ৫৫,০০০/- টাকা পর্যন্ত।

Read More: কেন্দ্রীয় সরকারের ECIL দপ্তরে কর্মী নিয়োগ! ন্যূনতম যোগ্যতায় আবেদন।

শিক্ষাগত যোগ্যতা

এখানে (BEL Job Recruitment 2025) নিযুক্ত হওয়ার জন্য প্রয়োজন
ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স ও যোগাযোগ / ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ / টেলিযোগাযোগ / যোগাযোগে বিই / বি.টেক। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং / তথ্য প্রযুক্তি / তথ্য বিজ্ঞানে বি.ই/বি.টেক।

বয়সের ছাড়

ওবিসি প্রার্থীদের জন্য৩ বছর।
এসসি, এসটি প্রার্থীদের জন্য৫ বছর।
প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছর

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরির প্রার্থীদের ইন্টারভিউ , লিখিত পরীক্ষা, মেধার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

ফি/চার্জ

অন্যান্য সকল প্রার্থী৪৭২/- টাকা।
এসসি, এসটি, পিডব্লিউডি প্রার্থীশূন্য।
প্রদানের পদ্ধতিঅনলাইন

How To Apply For BEL Job Recruitment 2025

এখানে চাকরি প্রার্থীদের সম্পুর্ণ অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে এবং তাদের সকল নথিপত্র জমা দিতে হবে। সহকারী ব্যবস্থাপক – এইচআর মিলিটারি কমিউনিকেশন – এসবিইউ, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, জালাহাল্লি পোস্ট, বেঙ্গালুরু – ৫৬০০১, ৪ জুন ২০২৫ তারিখে বা তার আগে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NoticeDownload Pdf
Application LinkApply Now

Related Posts

Leave a Comment