BEL Recruitment 2025: চাকরির প্রার্থীদের জন্য আবারও দুর্দান্ত সুখবর। তাছাড়া যেসব চাকরি প্রার্থীদের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের জন্যই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। ভারতীয় ইলেকট্রনিক্স লিমিটেড এর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়এছে।
তাছাড়াও এখানে আবেদন জানালে আপনারা আমার প্রায় প্রত্যেক মাসে বেশ ভালো মানের মাসিক বেতন পাবেন। তাই ইচ্ছুক প্রার্থীরা দেরি না করে কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, শূন্য পদের সংখ্যা এই সমস্ত তথ্য আরো বিস্তারিত এবং খুব ভালোভাবে জানতে আজকে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
নিয়োগ কারী সংস্থা
Bharat electronics Limited (BEL)
পদের নাম
এখানে মোট ৩ টি পদ আছে।
১) এক্সিকিউটিভ ডিরেক্টর
২) জেনারেল ম্যানেজার
৩) অতিরিক্ত জেনারেল ম্যানেজার
শূন্য পদের সংখা
এখানে নির্দিষ্ট কোন শূন্য পদের কথা জানানো হয়নি তাই ইচ্ছুক প্রার্থীরা সকলেই আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন
এখানে (BEL Recruitment 2025) যেহেতু তিনটি পদ আছে। টাই এই তিন টি পদের জন্যই মাসিক বেতন ভিন্ন ভিন্ন।
এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর পদের জন্য নিযুক্ত কর্মীদের মাসিক বেতন দেওয়া হবে ১,৫০,০০০/- টাকা।
জেনারেল ম্যানেজার
পদে যারা কর্মী হিসাবে নিযুক্ত হবে তাদের মাসিক বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে ১,২০,০০০/- টাকা। এবং,
অতিরিক্ত জেনারেল ম্যানেজার পদের জন্য প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে প্রতি মাসে ১,০০,০০০/- টাকা।
Read More: ভারতীয় বায়ুসেনাতে কর্মী নিয়োগ করা! এখানে প্রায় ২৫০০ টি শূন্য পদ আছে।
বয়স সীমা (BEL Recruitment 2025)
এখানে চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৬২ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন তবে অবশ্যই ১ জুলাই, ২০২৫ তারিখ অনুযায়ী বয়স হিসাব করা হবে।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবসরপ্রাপ্ত গ্রুপ ডিরেক্টর, বিশিষ্ট বিজ্ঞানী, অথবা সরকারি গবেষণাগার থেকে সহযোগী পরিচালক অথবা তার উপরের গ্রেডের হতে হবে। তাছাড়াও এয়ারবর্ন সার্ভিল্যান্স সিস্টেম ক্ষেত্রে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং phd ডিগ্রি থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি
ইচ্ছুক চাকরি প্রার্থীদের গ্রুপ পরিচালক/ বিশিষ্ট বিজ্ঞানী/ সহযোগী পরিচালক বা তদুর্ধ গ্রেডের ব্যক্তি যারা সরকারি গবেষণাগার থেকে অবসর নিয়েছেন, শুধুমাত্র তাদের জন্যে এই পদ গুলির জন্য নিয়োগ করা হবে।
How To Apply For BEL Recruitment 2025
চাকরিপ্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য নিচে অফিসিয়াল নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন লিংকটি ডাউনলোড করে প্রিন্ট আউট এবং আবেদন পত্রটি পূরণ করে সঠিক নথিপত্র সমেত একটি খাবে পুরে স্পিড পোস্টার মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
তাছাড়াও আবেদন পত্রের খামের উপর APPLICATION FOR THE POST OF ADVISOR FOR EW&A SBU” লিখতে হবে। ২০ আগস্ট, ২০২৫; বুধবার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ।
আবেদন পাঠানোর ঠিকানা
DGM (HR)/EW&A,
Bharat Electronics Ltd,
Jalahalli post, Bengaluru – 560013









