BIT Mesra Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য একের পর এক নতুন সুখবর। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি মেসরা অনুষদ পদ নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। চাকরির প্রার্থীরা এ পদের জন্য আবেদন জানাতে পারেন। তাছাড়া আগেই জানানো হয়েছে যে এই পদে আবেদন জানালে চাকরি প্রার্থীরা বেশ ভালো মানের বেতন পাবেন প্রতিমাসে।
তাছাড়াও অনেক সুযোগ-সুবিধাও পাবেন। ইচ্ছুক প্রার্থীরা দেরি করবেন না শীঘ্রই তার সঙ্গে আবেদন জানান। কিভাবে আবেদন জানাতে হয় অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি মাসিক বেতন বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা সমস্তটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
নিয়োগকারি সংস্থার নাম
বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি মেসরা।
পদের নাম
অনুষদ। (Faculty)
১) সহকারী অধ্যাপক
| শূন্য পদের সংখ্যা | এখানে শূন্য পদের বিষয়ে এখানে শূন্য পদের বিষয়ে জানতে আপনাকে অফিশিয়াল নোটিফিকেশনটি পড়ে নিতে হবে। |
| শিক্ষাগত যোগ্যতা | এখানে চাকরি প্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি এবং স্নাতকোত্তর ডিগ্রিতে প্রথম শ্রেণীর ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে। |
| মাসিক বেতন | এখানে চাকরি প্রার্থীরা যদি কর্মী হিসেবে নিযুক্ত হন তাহলে তারা প্রতি মাসে মাসিক বেতন পাবে ৫৭,৭০০/- টাকা থেকে ২,১১,৫০০/- টাকা পর্যন্ত। |
| বয়স সীমা | এখানে চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন জানাতে পারবে। |
2) সহযোগী অধ্যাপক
| শূন্য পদ | এখানে শূন্য বিষয়ে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পরে নেবেন। |
| শিক্ষাগত যোগ্যতা | এখানে চাকরিপ্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রিতে প্রথম শ্রেণীর ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন জানাতে পারবে। |
| মাসিক বেতন | প্রতি মাসে মাসিক বেতন পাবে ১৩১,৪০০ – ২১৭,১০০/- টাকা। |
| বয়সসীমা | সর্বচ্চ ৫০ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন জানাতে পারবে। |
নিয়োগ পদ্ধতি (BIT Mesra Recruitment 2025)
এখানে (BIT Mesra Recruitment 2025) চাকরির প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র একটি ইন্টারভিউ এর মাধ্যমে এই পদের জন্য নিযুক্ত করা হবে।
Read More: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৮টি বিচারিক সদস্য পদের জন্য কর্মী নিয়োগ হবে! জেনে নিন বিস্তারিত।
ফি/চার্জ
| সাধারণ বিভাগের জন্য | ১৭৭০ টাকা |
| সংরক্ষিত বিভাগের জন্য | ১১৮০ টাকা। |
How To Apply For BIT Mesra Recruitment 2025
ইচ্ছুক আবেদনকারীরা ১০ জুন ২০২৫ তারিখে বা তার আগে অফিসিয়াল ওয়েবসাইট bitmesra.ac.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Official Notice | Download Now |
| Apply link | Apply Now |









