Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

DSSSB Group C Recruitment 2025: এবার মাধ্যমিক পাসে কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।

By rahul Roy

Published On:

Follow Us
DSSSB Group C Recruitment 2025

DSSSB Group C Recruitment 2025: এবার পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিপুল পরিমানে কর্মী নিয়োগ করা হবে। এখানে আপনারা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। এখানে প্রায় ২১১৯ টি শূন্য পদে কর্মীদের নিয়োগ করা হবে। এবং তার সঙ্গে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানালে বেশ ভালো মানের বেতন পাবেন। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা দেরি না করে শীঘ্রতার সঙ্গে এই পদের জন্য আবেদন জানান।

এই পদে আপনারা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদের সংখ্যা, পদের নাম ইত্যাদি এই সমস্ত বিষয়ে আরো ভালো করে জানতে হলে আপনাকে অবশ্যই এই প্রতিবেদন টি সম্পুর্ণ পড়তে হবে।

নিয়োগ কারী সংস্থা

DSSSB বা Delhi Subordinate Services Selection Board

পদের নাম

এখানে প্রায় ৮ টা পদের জন্য কর্মীদের নিয়োগ করা হবে।
পদ গুলি হলো-

1) Inspector,
2) Teacher,
3) Pharmacist,
4) Assistant,
5) Technician,
6) Laboratory Technician,
7) Warder, Scientific

8) Assistant, etc.

    শূন্য পদের সংখ্যা

    এখানে (DSSSB Group C Recruitment 2025) মোট ২১১৯ টি শূন্য পদ আছে।

    মাসিক বেতন

    এখানে যেহেতু অনেক গুলি পদ আছে তাই সব পদ গুলির জন্য মাসিক বেতন আলাদা আলাদা হবে তবে সর্বনিম্ন মাসিক বেতন শুরু হবে ১৯,৯০০/- টাকা থেকে।

    Read More: উচ্চমাধ্যমিক পাশে রেলওয়ে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ! জানুন বিস্তারিত।

    বয়স সীমা (DSSSB Group C Recruitment 2025)

    এখন চাকরি প্রার্থীরা ন্যুনতম ১৮ বছর থেকে এখানে আবেদন জানাতে পারবে তবে কয়েকটি পদের জন্য সর্বচ্চ বয়স ২৭ বছর আবার কয়েকটি পদের জন্য সর্বচ্চ বয়স ৩০ বছর পর্জন্ত নির্ধারণ করা হয়েছে।

    শিক্ষাগত যোগ্যতা

    এখানে ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তবে মাধ্যমিক পাস যোগ্যতাতেও কয়েকটি পদের জন্য এখানে আপনার আবেদন জানাতে পারবেন তবে এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি টি পড়ে নিতে পারেন।

    নিয়োগ পদ্ধতি

    প্রতি টি পদের জন্যই প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

    How To Apply For DSSSB Group C Recruitment 2025

    এখানে চাকরি প্রার্থীদের বিশেষত অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে হবে সেক্ষেত্রে নিচে আপনাদের জন্য লিংক দেওয়া থাকবে। এবং ০৮/০৭/২০২৫ তারিখ থেকে এই পদে আবেদন জানান শুরু হবে বা এই ওয়েবসাইট টি খোলা হবে।

    আবেদন মূল্য

    এখানে অবিসি পুরুষ চাকরি প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। এবং মহিলা দের জন্য বিনামূল্যে।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    Official NotificationDownload PDF

    Related Posts

    Leave a Comment