Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

ECIL Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের ECIL দপ্তরে কর্মী নিয়োগ! ন্যূনতম যোগ্যতায় আবেদন।

By rahul Roy

Updated On:

Follow Us
ECIL Recruitment 2025

ECIL Recruitment 2025: এবার কেন্দ্রীয় সরকারের দপ্তরে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) বিপুল পরিমাণে টেকনিশিয়ান নিয়োগ করছে। এই বিষয়ে কিছুদিন আগেই এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে প্রায় ৪৫ টির কাছাকাছি শূন্য পদ আছে। তাই এখানে বেশ অনেকগুলো কর্মী নিয়োগ করা হবে।

ইচ্ছুক প্রার্থীরা যারা এখানে আবেদন করতে চান তারা মাধ্যমিক পাস এবং আই টি আই যোগ্যতাতেই আবেদন জানাতে পারবেন। তাছাড়া আপনারা এখানে কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

পদের নাম

● Electronics Mechanic,
● Fitter,
Machinist,
●Electrician,
Turner,
●Sheet Metal,
Welder,
●Carpenter,
●Painter.

শূন্য পদের সংখ্যা

এখানে (CCRH Recruitment 2025) মোট ৪৫ টি শূন্য পদ আছে।

Age Limit ECIL Recruitment 2025:

এখানে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৭ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বয়স গণনা বা হিসাব করা হবে ৩০/০৪/২৫ তারিখ অনুসারে। তাছাড়া sc/st দের জন্য ৫ বছর বয়েসের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

এখানে চাকরি প্রার্থীদের প্রতি মাসে মাসিক বেতন দেওয়া হবে ২০,৪৮০/- টাকা। এবং এর পাশাপাশি পরবর্তীতে মাসিক বেতন প্রার্থীদের জন্য বাড়িয়ে দেওয়া হবে এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে।

Read More: এইচপিসিএল-এর স্নাতক শিক্ষানবিশ প্রশিক্ষণার্থী পদে নিয়োগ বিজ্ঞপ্তি! কিভাবে জানাবেন আবেদন।

নিয়োগ পদ্ধতি

এখানে সর্বপ্রথম চাকরিপ্রার্থীদের একটি কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। ছুটিতে উত্তীর্ণ হলে আর তুই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে উত্তীর্ণ স্বার্থেদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিযুক্ত করা হবে।

লিখিত পরীক্ষার স্থান- ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই এবং নিউ দিল্লি তে পরীক্ষাগুলি নেওয়া হবে।

How To Apply For ECIL Recruitment 2025

এখানে অবশ্যই চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য সর্বপ্রথম https://www.ecil.co.ইনএর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন জানাতে পারবেন এবং আপনাদের সংখ্যাগুলো প্রয়োজনীয় নথিপত্র সমেত আবেদন জানাতে হবে।

আবেদনের শেষ তারিখ জানানো হয়েছে ০৫/০৬/২৫ এই তারিখের মধ্যে সকল প্রার্থীদের আবেদন জানানোর শেষ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আবেদন মূল্য নেয়া হবে তার জন্য শুধু ছাড় পাবেন ও এস টি রা sc/st বাদে সকল প্রার্থীদের এখানে ৭৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

Official Website

Related Posts

Leave a Comment