EXIM Bank Recruitment 2025: যেসব চাকরি প্রার্থীরা চাকরির অপেক্ষায় আছেন তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এবার এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া ২ জন কমপ্লায়েন্স অফিসার, চিফ ইকোনমিস্ট পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে।
সব চাকরি প্রার্থীরা ব্যাংকের চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য দুর্দান্ত সুখবর। এখানে আবেদন জানালে আপনারা বেশ ভালো মানের বেতন পাবেন। তাই দেরি করবেন না শীঘ্র তার তাই দেরি করবেন না শীঘ্রতার সঙ্গে আবেদন জানান।
এখানে কিভাবে আবেদন জানাতে হয় অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদের সংখ্যা সমস্ত টা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে।
নিয়োগ কারী সংস্থার নাম
এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া।
পদের নাম
কমপ্লায়েন্স অফিসার, প্রধান অর্থনীতিবিদ।
শূন্য পদের সংখ্যা
এখানে (EXIM Bank Recruitment 2025) মাত্র ২টি শূন্য পদ আছে।
Read More: আইআইটি কানপুরে চিফ অপারেটিং অফিসার পদে নিয়োগ! মাসিক বেতন ২ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত।
কর্মস্থল (EXIM Bank Recruitment 2025)
মুম্বাই-মহারাষ্ট্র
1) কমপ্লায়েন্স অফিসার – চিফ জেনারেল ম্যানেজার (গ্রেড/স্কেল টপ এক্সিকিউটিভ VII)
| শূন্য পদ | ১টি পদ। |
| শিক্ষাগত যোগ্যতা | এখানে আবেদন জানাতে চারটি প্রার্থীদের ICSI থেকে যোগ্য কোম্পানি সচিব। স্নাতক স্তরে সর্বনিম্ন ৬০% মোট নম্বর / সমমানের ক্রমবর্ধমান গ্রেড পয়েন্ট গড় থাকলে তবে এই পদে আবেদন জানাতে পারবে। |
| মাসিক বেতন | প্রতি মাসে নিযুক্ত কর্মীরা মাসিক বেতন পাবে ১৫৬৫০০-১৭৩৮৬০/- টাকা। |
| বয়সসীমা | ৫৫ বছর। |
2) প্রধান অর্থনীতিবিদ (চুক্তিভিত্তিক)
| শূন্য পদ | ১টি পদ। |
| শিক্ষাগত যোগ্যতা | এখানে আবেদন জানাতে চাকরি এখানে আবেদন জানাতে চাকরিপ্রার্থীদের প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি / ব্যাংকিং / ফিন্যান্সে ডক্টরেট ডিগ্রিধারী হলে অগ্রাধিকার দেওয়া হবে। স্নাতক এবং স্নাতকোত্তর উভয় ক্ষেত্রেই সর্বনিম্ন ৬০% মোট নম্বর / সমমানের ক্রমবর্ধমান গ্রেড পয়েন্ট গড় (CGPA) থাকলে তবে আবেদন জানাতে পারবে। |
| মাসিক বেতন | প্রতি বছর নিযুক্ত কর্মীরা মাসিক বেতন পাবে ৪২,০০,০০০/- টাকা। |
| বয়সসীমা | ৫৫ বছর। |
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরিপ্রার্থীদের শুধুমাত্র একটি ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত করা হবে।
How To Apply For EXIM Bank Recruitment 2025
এখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন অফিশিয়াল বিজ্ঞপ্তিতে তাছাড়াও
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আবেদনপত্রের ডান কোণে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সম্পর্কিত প্রশংসাপত্রের স্ব-প্রত্যয়িত কপি সহ। ঠিকানা: Recruitment2025@eximbankindia.in
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Official Notice | Download PDF |
| Apply Link | Apply Now |









