Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

GOVT Bank Recruitment 2025: সরকারি ব্যাংকে কর্মী নিয়োগ! মাসিক বেতন ৪৮ হাজার টাকা।

By rahul Roy

Published On:

Follow Us
GOVT Bank Recruitment 2025

GOVT Bank Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য আবারও নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। যেসব চাকরি প্রার্থীরা ব্যাংকের চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য দুর্দান্ত সুখবর। বিভিন্ন সরকারি ব্যাংক গুলিতে এবার কর্মী নিয়োগ করা হবে। পহেলা জুলাই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তাছাড়াও এখানে নিযুক্ত হলে চাকরি প্রার্থীরা তাই এখানে নিযুক্ত হলে চাকরি প্রার্থীরা পাই প্রতিমাসে আটচল্লিশ হাজার টাকা বেতন পাবেন। ইচ্ছুক চাকরি প্রার্থীরা দেরি না করে শীঘ্রতার সঙ্গে আবেদন জানান। তাই এখানে কিভাবে আবেদন জানাবেন? নিয়োগ পদ্ধতি কি হবে। মাসিক বেতন।

নির্দিষ্ট কত বয়স সময় চাকরি প্রার্থীরা এখানে নিযুক্ত হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কি হবে। পদের নাম ইত্যাদি এই সমস্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

নিয়োগ কারী সংস্থা

Union Bank of India
Bank of India
Indian Bank
Bank of Baroda
Canara Bank
UCO Bank
Punjab National Bank
Indian over bridge Bank
Bank of Maharashtra
Punjab and Sind Bank
Central Bank of India

পদের নাম

প্রবেশনারি অফিসার (PO)। পদে কর্মীদের নিয়োগ করা হবে।

শূন্য পদের সংখ্যা

এখানে (GOVT Bank Recruitment 2025) নির্দিষ্ট কোন শূন্য পদের কথা জানানো হয়নি তবে এটা জানানো হয়েছে যে এখানে বেশ অনেকগুলি শূন্যপদ আছে।

মাসিক বেতন

যেসব চাকরিপ্রার্থীর এখানে কর্মী হিসেবে নিযুক্ত হবেন তাদের চাকরিতে নিযুক্ত হওয়ার প্রথমেই মাসিক বেতন দেওয়া হবে ৪৮,৪৮০/- টাকা। এছাড়াও চাকরিপ্রার্থীরা সমস্ত রকমের সুযোগ সুবিধা এবং অ্যালাওয়েন্স দেওয়া হবে। এবং পরবর্তীতে চাকরিপ্রার্থীদের মাসিক বেতনের বৃদ্ধি করা হবে।

বয়স সীমা (GOVT Bank Recruitment 2025)

এখানে ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। তাছাড়াও তপশীল ও উপজাতির জন্য ৫ বছর। ওবিসি দের জন্য ৩ বছর। এবং যেকোনো রকমের শারীরিক অসুস্থব্যক্তিদের ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

Read More: উচ্চমাধ্যমিক পাশে রেলওয়ে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ! জানুন বিস্তারিত।

শিক্ষাগত যোগ্যতা

এখানে চাকরি প্রার্থীরা (GOVT Bank Recruitment 2025) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়েই গ্রাজুয়েট থাকলে প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। তাছাড়াও যে কোন উচ্চতর যোগ্যতাতেও চাকরি তাছাড়াও যে কোন উচ্চতর যোগ্যতাতেও চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে।

তবে চাকরি প্রার্থীদের সঠিক গ্রাজুয়েশন ডিগ্রী সার্টিফিকেট এবং মার্কসিট ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

ইচ্ছুক চাকরি ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এখানে নিযুক্ত হলে সর্বপ্রথম কম্পিউটার বিষয়ক একটি পরীক্ষা দিতে হবে দ্বিতীয়তঃ একটি লিখিত পরীক্ষা দিতে হবে যেখানে ১০০ টি প্রশ্নের উত্তর মাত্র ১ ঘন্টায় দিতে হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীরা মেন্স পরীক্ষা দিতে পারবেন।

এবং দ্বিতীয় ধাপে এই পরীক্ষাতে উত্তীর্ণ হলে তারা একটি ইন্টারভিউ দিতে পারবেন এবং এই ইন্টারভিউ উত্তীর্ণ হলে তাদের কর্মী হিসেবে এই পদে নিযুক্ত করা হবে।

পরীক্ষার সিলেবাস

প্রথমত (GOVT Bank Recruitment 2025) ইংরেজি, অংক বা গণিত, রিজিনিং বিষয় প্রিলিমিনারি কম্পিউটার অবজেক্টিভ পরীক্ষা দিতে হবে। এবং দ্বিতীয়তঃ রিজিনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ইংরেজি ভাষা, ডাটা অ্যানালিসিস এর উপর প্রশ্ন থাকবে অর্থাৎ এই সমস্ত বিষয়ে লিখিত পরীক্ষা দিতে হবে।

এর পাশাপাশি অবশ্যই ইংরেজি ভাষার একটি ডেস্ক্রিপটিভ পরীক্ষাও দিতে হবে চাকরি প্রার্থীদের।

প্রয়োজনীয় নথিপত্র

  1. শিক্ষাগত যোগ্যতার সমস্ত রেজাল্ট ও সার্টিফিকেট,
  2. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে),
  3. আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড,
  4. বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি।
  5. পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

How To Apply For GOVT Bank Recruitment 2025

চাকরিপ্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য নিচের লিংক দেওয়া আছে। লিংকে প্রেস করার পর আপনাদের নাম রেজিস্ট্রেশন করে ধাপে ধাপে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং ২১ জুলাই ২০২৫ তারিখের আগে আপনাদের আবেদন পত্রটি জমা করতে হবে। www.ibps.in

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NoticeDownload PDF

Related Posts

Leave a Comment