GSPHCL Recruitment 2025: চাকরির প্রার্থীদের জন্য আবারও দুর্দান্ত সুখবর। যেসব চাকরি প্রার্থীরা পুলিশের চাকরি করতে ইচ্ছুক তারা এই পদে আবেদন জানাতে পারবেন। গুজরাট স্টেট পুলিশ হাউজিং কর্পোরেশন লিমিটেড ১টি ডেপুটি আর্কিটেক্ট পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে।
এখানে কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি কেমন হবে। কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে। মাসিক বেতন কত হতে পারে। কত বয়স সীমা প্রয়োজন। কোন শিক্ষাগত যোগ্যতায় চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এই সমস্ত বিষয়ে আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত করুন।
নিয়োগ কারী সংস্থার নাম
গুজরাট রাজ্য পুলিশ হাউজিং কর্পোরেশন লিমিটেড।
পদের নাম
ডেপুটি আর্কিটেক্ট। (Police)
শূন্য পদের সংখ্যা
এখানে মাত্র ১ টি শূন্য পদ আছে।
কর্মস্থল
গান্ধীনগর, গুজরাট
মাসিক বেতন
এখানে চাকরি প্রার্থীরা প্রতি মাসে মাসিক বেতন পাবে ৫৭,০১০ /- টাকা থেকে ৬৮,০৬০/- টাকা পর্যন্ত।
বয়স সীমা (GSPHCL Recruitment 2025)
এখানে চাকরিপ্রার্থীদের সর্বনিম্ন ২৭ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি (বি.আর্ক) এবং স্থাপত্য পরিষদের সাথে নিবন্ধন থাকলে এই পদের জন্য আবেদন জানাতে পারবে।
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরি এখানে চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র একটি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিযুক্ত করা হবে।
How To Apply For GSPHCL Recruitment 2025
ইচ্ছুক চাকরি প্রার্থীরা ১২ মে ২০২৫ তারিখে বা তার আগে gsphc.gujarat.gov.in ওয়েবসাইটে থেকে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Official Notice | Download Pdf |
| Apply Link | Apply Now |









