Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

HS Exam Routine 2025: প্রকাশিত হলে 3rd সেমিস্টার অর্থাৎ এইচএস এর প্রথম পরীক্ষার রুটিন! জানুন বিস্তারিত।

By rahul Roy

Published On:

Follow Us
HS Exam Routine 2025

HS Exam Routine 2025: এই বছর থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নিয়ম সম্পন্ন হবে বদলে গেছে। তার কিছুটা সংবাদ সবাই জানে। এবার সম্পূর্ণভাবে সেমিস্টার পদ্ধতিতে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক। এবার প্রথম সেমিস্টার হবে ১১ ক্লাস অর্থাৎ Xi। Xi প্রথম পরীক্ষাটি হবে প্রথম সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার, এবং Xi এর দ্বিতীয় পরীক্ষারটি হবে দ্বিতীয় সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার।

তারপর অর্থাৎ Xii এর প্রথম পরীক্ষাটা হবে তৃতীয় সেমিস্টার বা থার্ড সেমিস্টার এবং সর্বশেষ Xi এর শেষ পরীক্ষাটি হবে চতুর্থ সেমিস্টার বা থার্ড সেমিস্টার। এই ভাবেই সেমিস্টারের পদ্ধতিটি চারটি ভাগে ভাগ করা হয়েছে। তবে এবার তৃতীয় সেমিস্টার বা উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষাটি শুরু হতে চলেছে সেপ্টেম্বরের ৮ তারিখ অর্থাৎ ৮ ই সেপ্টেম্বর।

ইতিমধ্যে উচ্চমাধ্যমিকের প্রথম ধাপ অর্থাৎ তৃতীয় রুটিং প্রকাশিত করেছে শিক্ষা সংসদ। তবে ছাত্র ছাত্রীর সহ শিক্ষক এবং অভিভাবক একটু চিন্তিত প্রথমবার এই নতুন নিয়মে পরীক্ষাতে একটু হলেও সমস্যার সম্মুখীন হবেন ছাত্রছাত্রীগণ। এই সমস্ত টাইপ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন বিশ্বাস পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

উচ্চ মাধ্যমিকের প্রথমবার সেমিস্টার পরীক্ষা শুরু হবে শুধু তাই নয় এইবার এসএমএস টার পদ্ধতি টি প্রথম পরীক্ষাটি সম্পন্ন প্রথম পরীক্ষাটি সম্পূর্ণ OMR সিট এ নেওয়া হবে। এবং প্রথম পরীক্ষাটি হবে ৪০ মার্কের যার সম্পূর্ণটাই থাকবে mcq type question শুধু এমসিকিউ টাইপ বললে ভুল হয় থাকবে এক নম্বরের অনেক রকমের কোশ্চেন যার মধ্যে টিক মার্ক, ডান স্তম্ভ বাম স্তম্ভ, সত্য মিথ্যা, শূন্যস্থান, বিবৃতিমূলক অনেক ধরনের প্রশ্ন।

Read More: এবার জলপাইগুড়ি জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।

Exam Routine

০৮/০৯/২০২৫ সোমবার প্রথম ভাষা অর্থাৎ বাংলা।
০৯/০৯/২৫মঙ্গলবারবৃত্তিমূলক বিষয়।
১০/০৯/২০২৫ বুধবার দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি।
১১/০৮/২০২৫ বৃহস্পতিবারঅর্থনীতি, নৃতত্ত্ব, স্বাস্থ্য বিজ্ঞান, অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
১২/০৯/২০২৫ শুক্রবারপদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি (HS Exam Routine 2025)।
২০/০৯/২০২৫ শনিবার সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান।
১৫/০৯/২০২৫ সোমবাররাশিবিজ্ঞান, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইতিহাস।
১৬/০৯/২০২৫মঙ্গলবাররসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ।
১৮/০৯/২০২৫ বৃহস্পতিবার দর্শন
১৯/০৯/২০২৫শুক্রবারগণিত, কৃষিবিজ্ঞান, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ফারসি, আরবি, সংস্কৃত।

২০/০৯/২০২৫শনিবারসাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান।
২২/০৯/২০২৫ সোমবারজীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।

সময় সীমা (HS Exam Routine 2025)

ছাত্র-ছাত্রীদের পরীক্ষার শুরু হবে সকাল ১০:০০am থেকে ১১:১৫am পর্যন্ত। তবে অবশ্যই ছাত্র ছাত্রীদের ৯:৩০am এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে।

Read More:  কেরালা পিএসসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য কর্মী নিয়োগ! মাসিক বেতন ৯০ হাজার টাকা।

ছাত্র-ছাত্রীদের জন্য নির্দেশাবলী

পরীক্ষা কেন্দ্রে বসার জন্য অবশ্যই ছাত্রছাত্রীদের তৃতীয় সেমিস্টারের admit কার্ড অনলাইনের মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে সেটি সমস্ত ছাত্র-ছাত্রীকে অনলাইন পোর্টাল থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে বার করে সেটির সঙ্গে রাখতে হবে। কোন ছাত্র-ছাত্রী যদি এই admit কার্ডটি নিয়ে যেতে ভুলে যান পরীক্ষা কেন্দ্রে তবে সেই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না।

যেহেতু এখানে (HS Exam Routine 2025) ওয়েমার শিট এর সকল ছাত্র-ছাত্রীকে পরীক্ষা দিতে হবে তাই শুধুমাত্র কালো এবং নীল কালারের পেনি তারা use করতে পারবে তাছাড়া অন্য কোন কালারের পেন এখানে allow করা হবে না। এখানে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময় তারা শুধুমাত্র সঙ্গে নিতে পারবে ক্লিপবোর্ড, পেন্সিল, রেজাল্ট, কালো ও নীল কালারের বলপেন, এবং স্বচ্ছ জলের বোতল।

তাছাড়া স্মার্ট ওয়াচ ফোন বা টুকরো কোন কাগজের টুকরো থাকলে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।প্রত্যেকটি ছাত্রছাত্রীর নতুন বছরের নতুন নিয়মে ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করা হইল সমস্ত ছাত্র-ছাত্রীর সুস্থ এবং স্বাভাবিকভাবে পরীক্ষা দেবে এটা আশা করা যায়। তাছাড়াও যাতে সবাই ভালোভাবে পরীক্ষা দিতে পারবে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানানো রইল।

Leave a Comment