IBPS Clerk Recruitment 2025: Institute of Banking Personnel Selection (IBPS) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য আবারো দুর্দান্ত সুখবর। তাই চাকরি প্রার্থীরা দেরি না করে শীঘ্রতার সঙ্গে আবেদন জানান। যেসব প্রার্থীরা এখানে আবেদনে ইচ্ছু তারা প্রায় প্রতি মাসে বেশ ভালো মানের মাসিক বেতন পাবেন।
এবং এখানে বেশ অনেক গুলো শূন্য পদ আছে তাই ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, শূন্য পদের সংখ্যা এই সমস্ত টা জানতে আজকের প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগ কারী সংস্টার নাম
Institute of Banking Personnel Selection
পদের নাম
IBPS কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস।
শূন্য পদের সংখ্যা
১০২৭৭ টি শূন্য পড় আছে এইখানে।
মাসিক বেতন
এখানে চাকরি প্রার্থীদের কর্মী হিসাবে নিযুক্ত হলে মাসিক বেতন পাবেন তবে এখানে ২৪০৫০-১৩৪০/৩-২৮০৭০-১৬৫০/৩-৩৩০২০-২০০০/৪-৪১০২০-২৩৪০/৭-৫৭৪০০- ৪৪০০/১-৬১৮০০-২৬৮০/১-৬৪৪৮০ এই পদ্ধতি তে চাকরি প্রার্থীরা মাসিক বেতন পাবেন। তাছাড়াও সরকারি সমস্ত সুযোগ সুবোধাও দেওয়া হবে প্রার্থীদের।
Read More: এবার উত্তর ২৪ পরগনা জেলায় কর্মী নিয়োগ! জেনে নিন বিস্তারত।
বয়স সীমা (IBPS Clerk Recruitment 2025)
এখানে চাকরি প্রার্থীদের বয়স নির্ধারণ করা হয়েছে নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত। তবে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ০২/০৮/১৯৯৭ থেকে ০১/০৮/২০০৫ এর মধ্যে।
শিক্ষাগত যোগ্য
এখানে চাকরির প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তার ডিগ্রী অর্জন করতে হবে তবে তারা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
এখানে সঠিক নিয়ম মেনেই এখানে সঠিক নিয়ম মেনে এখানে সঠিক নিয়ম মেনে চাকরিপ্রার্থীদের এই পদের জন্য নিযুক্ত করা হবে তবে নির্দিষ্ট কোন পদ্ধতির কথা এখানে জানানো হয়নি আবেদনের পরে আপনাদের সমস্তটা জানিয়ে দেয়া হবে।
How To Apply For IBPS Clerk Recruitment 2025
চাকরিপ্রার্থীদের এখানে অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য আপনাদের নিচের লিংক দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা আবেদন জানাতে পারবেন।
আবেদন মূল্য
এখানে Sc/st/pwbd দের জন্য ১৮০ টাকা।
এবং, অন্যান্য প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।
আবেদনের শেষ তারিখ
২১/০৮/২০২৫









