Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Indian Army Recruitment 2025: ভারতীয় সেনাবাহিনীতে হাবিলদার এবং নায়েব সুবেদার পদে নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।

By rahul Roy

Published On:

Follow Us
Indian Army Recruitment 2025

Indian Army Recruitment 2025: চাকরির প্রার্থীদের জন্য আবারও সুসংবাদ যেসব চাকরি প্রার্থিরা ইন্ডিয়ান আর্মি তে নিযুক্ত হতে চান তাদের জন্য ইন্ডিয়ান আর্মি কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী হাবিলদার এবং নায়েব সুবেদার পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এসব চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন বা কিভাবে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত হতে পারে, বয়স সীমা কত প্রয়োজন এবং কোন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন এই সমস্ত বিষয়ের বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগ কারি সংস্থার নাম

ভারতীয় সেনাবাহিনী বা Indian Army

পদের নাম

হাবিলদার ও নায়েব সুবেদার।

শূন্য পদ

শূন্য পদের বিষয়ে জানতে আপনার অফিশিয়াল নোটিশটি করে নিতে পারেন।

Read More: সিএনসিআই ২টি স্টিপেন্ডিয়ারি ইন্টার্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে! যেকোনো বয়েসে আপনারা এখনো আবেদন জানাতে পারেন।

মাসিক বেতন

এখানে (Indian Army Recruitment 2025) মাসিক বেতনের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তাই জন্য আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টি পড়ে নিতে পারেন।

বয়স সীমা (Indian Army Recruitment 2025)

চাকরি প্রার্থীরা এখানে ১৭ থেকে ২৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে ম্যাট্রিকুলেশন। (iv) ক্রীড়া অর্জন থাকলে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

মেধা, শারীরিক মান, শারীরিক সুস্থতা পরীক্ষা বাধ্যতামূলক চিকিৎসা, স্ট্যান্ডার্ড ডকুমেন্ট যাচাইয়ের উপর ভিত্তি করে চাকরি প্রার্থীদের নির্বাচন করা হবে।

How To Apply for Indian Army Recruitment 2025

চাকরি প্রার্থীদের অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে হবে তাই আপনারা নিচে দেওয়া লিংক থেকে আবেদন জানাতে পারেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের ছবি, শিক্ষাগত এবং ক্রীড়া কৃতিত্বের নথিপত্র সহ।

ঠিকানা: ডিরেক্টরেট অফ পিটি অ্যান্ড স্পোর্টস জেনারেল স্টাফ ব্রাঞ্চ, আইএইচকিউ অফ এমওডি (সেনাবাহিনী), রুম নং ৭৪৭, ‘এ’ উইং, সেনা ভবন পোস্ট নিউ দিল্লি -১১০০১১ ১৫ জুন ২০২৫ তারিখে বা তার আগে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Notification LinkDownload PDF

Related Posts

Leave a Comment