Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Indian Oil Recruitment 2025: Oil India তে কাজের সুযোগ! এখানে প্রায় ২৬২ টি শূণ্যপদ আছে।

By rahul Roy

Published On:

Follow Us
Indian Oil Recruitment 2025

Indian Oil Recruitment 2025: মাধ্যমিক পাস অবস্থায় যে সমস্ত চাকরি প্রার্থীরা সরকারি দপ্তরে চাকরি করতে চান তাদের জন্য দুর্দান্ত সুখবর। এবার ইন্ডিয়া অয়েল এ আপনারা চাকরির সুযোগ পাবেন। সেই জন্য oil india limited এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা। এখানে জানানো হয়েছে ২৬২ এখানে জানানো হয়েছে ২৬২টি শূন্য পদ আছে।

আর এখানে প্রায় আপনারা মাসিক বেতন পেতে পারেন ৯০০০০ টাকা থেকে এক লক্ষ টাকার কাছাকাছি। তাই এই সুযোগ হাতছাড়া না করে শীঘ্র তার সঙ্গে আবেদন জানান। এখানে আপনারা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি মাসিক বেতন বয়স সীমা পদের নাম শিক্ষাগত যোগ্যতা শূন্য পদের সংখ্যা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

নিয়োগ কারী সংস্থা

Oil India Limited

পদের নাম

ওয়ার্ক পারসন বা works person তবে এর মধ্যে কতগুলি ভাগ আছে যেমন (গ্রেড III, V, VII)।

শূন্য পদের সংখ্যা

এখানে (Indian Oil Recruitment 2025) মোট ২৬২ টি শূণ্য পদ আছে।

মাসিক বেতন

এখানে গ্রেড III পদগুলির জন্য ন্যূনতম ২৬,৬০০/- টাকা থেকে ৯০,০০০/- টাকার মধ্যে বেতন পাবেন।

গ্রেড VII এর পদের জন্য চাকরি প্রার্থীরা প্রতি মাসে মাসিক বেতন পাবেন প্রায় ৩৭,৫০০/- টাকা থেকে ১,৪৫,০০০/- টাকা।

এবং, গ্রেড V এর পদ গুলির জন্য চাকরি প্রার্থীরা প্রতি মাসে মাসিক বেতন পাবেন প্রায় ৩২,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,২৭,০০০/-  টাকা।

বয়স সীমা (Indian Oil Recruitment 2025)

এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবে।

Read More: কলকাতা সাইন্স সিটিতে এবার চাকরির সুযোগ! প্রতি মাসে মাসিক বেতন ৩৫ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা

এখানে (Indian Oil Recruitment 2025) বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের শিক্ষকতা যোগ্যতার কথা জানানো হয়েছে তবে ন্যূনতম মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা ডিগ্রী অবশ্যই থাকতে হবে চাকরিপ্রার্থীদের আর এর থেকে বিস্তারিত আরও তথ্য জানতে আপনাদের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আরেকবার করে নিতে পারেন।

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরিপ্রার্থীদের একটি কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে এবং তারপর সেখানে উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে

How To Apply For Indian Oil Recruitment 2025

এখানে চাকরির প্রার্থীদের অবশ্যই অয়েল ইন্ডিয়া অফিসার ওয়েবসাইট গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এবং ১৮/০৮/২০২৫ তারিখের মধ্যে সকল চাকরি-প্রার্থীদের আবেদন জানাতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

official Notification

Related Posts

Leave a Comment