Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

IPRCL Recruitment 2025: IPRCL-এর ৩০টি শিক্ষানবিশ প্রশিক্ষণার্থী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে! জেনে নিন আবেদন পদ্ধতি।

By rahul Roy

Published On:

Follow Us
IPRCL Recruitment 2025

IPRCL Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য আবারো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। যেসব চাকরিপ্রার্থীরা অনেকদিন ধরেই একটি চাকরির জন্য অপেক্ষা করছিলেন তারা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবার ইন্ডিয়ান পোর্ট রেল কর্পোরেশন লিমিটেড ৩০টি শিক্ষানবিশ প্রশিক্ষণার্থী পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে।

চাকরি প্রার্থীরা এইখানে নিযুক্ত হলে বেশ ভালো মানের মাসিক বেতন পাবে। তাই দেরি করবেন না শীঘ্রতার সঙ্গে আবেদন জানান। এখানে কিভাবে আবেদন জানাতে হয় অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি , মাসিক বেতন, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম ইত্যাদি সমস্তটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

নিয়োগ কারি সংস্থার নাম

ইন্ডিয়ান পোর্ট রেল কর্পোরেশন লিমিটেড।

পদের নাম

শিক্ষানবিশ প্রশিক্ষণার্থী।

শূন্য পদের সংখ্যা

এখানে (IPRCL Recruitment 2025) মোট ৩০ টি শূন্য পদ আছে।

স্নাতক শিক্ষানবিশ

স্নাতক শিক্ষানবিশ বা গ্রাজুয়েট অ্যাপ্রেটিস এর জন্য১৫টি শূন্য পদ দেওয়া আছে।
শিক্ষাগত যোগ্যতাস্নাতক পাস অর্থাৎ গ্রাজুয়েট থাকলে প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে।
মাসিক বেতনপ্রতি মাসে (IPRCL Recruitment 2025) এখানে চাকরি প্রার্থীরা মাসিক বেতন পাবে ১০,০০০/-
টাকা।
বয়সসীমাএখানে চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ২৩ বছর।

Read More: KRIDE-তে ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মী নিয়োগ করা হবে! জেনে নিন আবেদন পদ্ধতি।

ডিপ্লোমা শিক্ষানবিশ

ডিপ্লোমা শিক্ষানবিশ বা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের জন্য১৫টি শূন্য পদ দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতাডিপ্লোমা পাস থাকলে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে।
মাসিক বেতনপ্রতি মাসে ৮,০০০/- টাকা।
বয়সসীমা ২৩ বছর।

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরি প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র মেধা এবং একটি ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।

How To Apply For IPRCL Recruitment 2025

এখানে চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন তা আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়লে বুঝতে পারবেন তার সুবিধার্থে নিচে আপনাদের অফিশিয়াল বিজ্ঞপ্তিটির লিংক দেয়া আছে আপনারা ফোন নিতে পারেন এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং ঠিকানা নিচে দেওয়া আছে।

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের স্ব-প্রত্যয়িত ছবি এবং নথিপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি সহ। ঠিকানা: জেনারেল ম্যানেজার (এইচআর), ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেড, কর্পোরেট অফিস: ৪র্থ তলা, নির্মাণ ভবন, মুম্বাই পোর্ট ট্রাস্ট বিল্ডিং, এম.পি রোড, মাজগাঁও (পূর্ব), মুম্বাই-৪০০০১০ ৪ জুলাই ২০২৫ তারিখে বা তার আগে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NoticeDownload Pdf
Apply LinkApply Now

Related Posts

Leave a Comment