ISRO Recruitment 2025: এবার ভারতের সবথেকে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র কর্মী নিয়োগ করা হচ্ছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৩২০টি বিজ্ঞানী/প্রকৌশলী পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। ওইখানে চাকরি পাওয়ার স্বপ্ন আর হয়তো সবারই থাকে।
তোর যেসব চাকরি করার ইচ্ছা ওইখানে নিযুক্ত হওয়ার জন্য তারা এখানে আবেদন জানাতে পারেন কারণ এখানে বেশ অনেকগুলি শূন্য পদেই কর্মীদের নিয়োগ করা হবে এবং মাসিক বেতনে ভালো দেওয়া হবে কর্মীদের।
যেসব প্রার্থীরা এখানে আবেদন তারা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতির, মাসিক বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগ কারী সংস্থার নাম
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
পদের নাম
বিজ্ঞানী/ইঞ্জিন।
শূন্য পদ:- এখানে (ISRO Recruitment 2025) মোট ৩২০ টি শূন্য পদ আছে।
বিজ্ঞানী/প্রকৌশলী এসসি(ইলেকট্রনিক্স)
শূন্য পদ:- ১১৩টি পদ।
শিক্ষাগত যোগ্যতা:- এখানে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বিটেক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন। সর্বনিম্ন ৬৫% নম্বর অথবা সিজিপিএ ৬.৮৪/১০ থাকতে হবে।
Read More: এনসিবিতে ৯৪টি ইন্সপেক্টর পদের জন্য কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।
মাসিক বেতন:- প্রতি মাসে প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৫৬১০০/- টাকা।
বয়সসীমা:- এখানে সর্বোচ্চ বয়সসীমা দেওয়া হয়েছে ২৮ বছর।
বিজ্ঞানী/প্রকৌশলী এসসি (মেকানিক্যাল)
শূন্য পদ:- ১৬০টি পদ।
শিক্ষাগত যোগ্যতা:- এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বিটেক বা সমমানের ডিগ্রি থাকলে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সর্বনিম্ন ৬৫% নম্বর অথবা সিজিপিএ ৬.৮৪/১০ থাকতে হবে।
মাসিক বেতন:- প্রতি মাসে মাসিক বেতন দেওয়া হবে ৫৬১০০/- টাকা।
বয়সসীমা: ২৮ বছর।
বিজ্ঞানী/প্রকৌশলী এসসি (কম্পিউটার বিজ্ঞান)
শূন্য পদ:- ৪৪টি পদ।
শিক্ষাগত যোগ্যতা:- এখানে কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলে বিই/বিটেক বা সমমানের ডিগ্রি, সর্বনিম্ন ৬৫% নম্বর অথবা সিজিপিএ ৬.৮৪/১০ অবশ্যই থাকতে হবে তবেই প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন:- প্রতি মাসে মাসিক (ISRO Recruitment 2025) বেতন পাবেন ৫৬১০০/- টাকা।
বয়সসীমা:- সর্বোচ্চ বয়স দেওয়া হয়েছে ২৮ বছর। এর উর্ধ্বে কোন প্রার্থী কোন আবেদন জানাতে পারবেন না।
বিজ্ঞানী/প্রকৌশলী এসসি (ইলেকট্রনিক্স)-পিআরএল
শূন্য পদ:- ২টি পদ।
শিক্ষাগত যোগ্যতা:- এখানে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বিটেক বা সমমানের ডিগ্রি, সর্বনিম্ন ৬৫% নম্বর অথবা সিজিপিএ ৬.৮৪/১০ থাকলে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
মাসিক বেতন:- প্রতি মাসে ৫৬১০০/- টাকা।
বয়সসীমা:- এখানে () সর্বচ্চ বয়স সীমা নির্ধারন করা হয়েছে ২৮ বছর।
বিজ্ঞানী/প্রকৌশলী এসসি (কম্পিউটার বিজ্ঞান)-পিআরএল
শূন্য পদ:- ১টি পদ।
শিক্ষাগত যোগ্যতা:- এখানে চাকরিপ্রার্থীদের কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলে বিই/বিটেক বা সমমানের ডিগ্রি, সর্বনিম্ন ৬৫% নম্বর অথবা সিজিপিএ ৬.৮৪/১০ থাকলে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন:- প্রতি মাসে (ISRO Recruitment 2025) মাসিক বেতন পাবেন ৫৬১০০/- টাকা।
বয়সসীমা:- সর্বচ্চ বয়স সীমা ২৮ বছর।
নিয়োগ পদ্ধতি
নির্বাচন করা হবে ইন্টারভিউ, মেধা, লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে।
ফি/চার্জ
সকল প্রার্থী:- ৭৫০/- টাকা।
প্রদানের পদ্ধতি:- অনলাইন।
How To Apply For ISRO Recruitment 2025
চাকরিপ্রার্থীদের অবশ্যই অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে হবে তার সুবিধার্থে নিচে লিংক দেওয়া হয়েছে। আগ্রহী এবং যোগ্য আবেদনকারীরা ১৬ জুন ২০২৫ তারিখে বা তার আগে অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Official Notification | Download PDF |









