NHAI Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য আবারো দুর্দান্ত সুখবর। একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ৩টি ডেপুটি ম্যানেজার (কারিগরি) পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে শূন্যপদ আছে মাত্র তিনটি। তবে এখানে চাকরিপ্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হলে তাই ১৪ লক্ষ টাকা বেতন পাবে।
তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা তৈরি করবেন না তাড়াতাড়ি আবেদন করুন। এবং আবেদন সংক্রান্ত সমস্ত ডিটেলস জানতে অর্থাৎ আবেদন পদ্ধতির, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম সমস্তটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগ কারী সংস্থার নাম
National Highway authority of India বা ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ।
পদের নাম
ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল)। পদে কর্মীদের নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা
এখানে ৩ মাত্র টি শূন্য পদ আছে।
মাসিক বেতন (NHAI Recruitment 2025)
এখানে চাকরি প্রার্থীরা প্রতিমাসে মাসিক বেতন পাবে ১৪,৫০,০০০/- টাকা।
বয়স সীমা
এখানে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবে। অর্থাৎ ৩৫ বছরের ঊর্ধ্বে কোন প্রার্থি আবেদন জানাতে পারবে না। এখানে প্রার্থীদের বয়স হিসাব করা হবে ২৬ জুন ২০২৫ তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা
AICTE/UGC স্বীকৃত/NAAC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে থেকে ন্যূনতম ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণকালীন নিয়মিত B.Tech/BE ডিগ্রি থাকতে হবে, ভারতীয় বিশ্ববিদ্যালয়/গ্লোবাল ইউনিভার্সিটি বা সমমানের অনুমোদিত। তবেই চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবে।
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরিপ্রার্থীদের সর্বপ্রথম একটি লিখিত পরীক্ষা দিতে হবে তারপর সেখানে উত্তীর্ণ হলে একটা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
How Tom Apply For NHAI Recruitment 2025
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত আবেদনপত্রের ফর্ম্যাটে আবেদনপত্র পূরণ করে এবং সমস্ত সহায়ক নথির স্ব-প্রত্যয়িত কপি সহ আবেদনপত্র জমা দিতে হবে। hr.nhippl@nhai.org
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Official Notice | Download Pdf |









